Logo

ক্যাম্পাস    >>   উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে ২৮ জন নিহত, ১৯৭ জন আহত: চব্বিশের উত্তরা সংগঠনের দাবি

উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে ২৮ জন নিহত, ১৯৭ জন আহত: চব্বিশের উত্তরা সংগঠনের দাবি

উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে ২৮ জন নিহত, ১৯৭ জন আহত: চব্বিশের উত্তরা সংগঠনের দাবি

শনিবার (৫ অক্টোবর) সকালে উত্তরা-১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে নিহতদের নাম ও আহতদের তালিকা প্রকাশ করে। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শহীদদের যথাযথ মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তালিকাটি তুলে দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মুগ্ধের বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে।

চব্বিশের উত্তরা সংগঠনের সদস্য মনীষা মাফরুহা জানান, ‘বুলেটের আঘাতে নিহতদের সংখ্যা ১০৯, ছোরার আঘাতে ১০২ এবং অন্যান্য কারণে ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন ছাত্র রয়েছে।’

আহতদের মধ্যে ১৯৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ১০ জন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৮ জন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তিনি আরও জানান, ১৮ জুলাই ও ৫ আগস্ট সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। গুরুতর চিকিৎসার প্রয়োজন ৩৪ জনের এবং ১৩ জনের চোখের চিকিৎসা প্রয়োজন।

এদিকে, আন্দোলনে নিহত আবদুল্লাহ বিন জাহিদের মা ও শহীদ রানা তালুকদারের মা কান্নায় ভেঙে পড়েন, যখন তারা তাদের সন্তানদের হারানোর বেদনা প্রকাশ করেন।

শহীদ মীর মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের (জেএসএসবি) সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, “আহত এবং চিকিৎসা থেকে বঞ্চিতদের তথ্য জানাতে ওয়েবসাইট চালু করা হয়েছে।” তিনি উল্লেখ করেন, “যারা আহত ও চিকিৎসাসেবা পাচ্ছেন না, তারা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাঠাতে পারবেন এবং আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।”

তিনি আরও জানান, “আমরা দ্রুত একটি হটলাইন নম্বর চালু করছি।” আন্দোলনের হতাহতদের তথ্য নিয়ে তিনি বলেন, “শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ হাজারেরও বেশি আহত হয়েছেন এবং ১,৫৮৩ জন শহীদ হয়েছেন। তবে তালিকাটি এখনও চূড়ান্ত নয় এবং যাচাই-বাছাই চলছে।”

সারা দেশে স্বেচ্ছাসেবক ও কমিটি গঠন করা হয়েছে, যারা হতাহতদের তালিকা চূড়ান্ত করবে। স্নিগ্ধ জানান, “এই উদ্যোগের মাধ্যমে আমরা আহতদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করবো।”

সামগ্রিকভাবে, উত্তরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত এই ভয়াবহ ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert